নিজস্ব প্রতিবেদক,
জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার তালায় সরকারি খালে থাকা সব অবৈধ নেট-পাটা (ঘন জাল) অপসারণ অভিযান করা হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকালে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ও খেশরা ইনিয়নের জেঠুয়া ও কদমতলা খালে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়। এর আগে রবিবারে মাগুরা ইউনিয়নের বাগমারাখাল ও গোবরাখালী খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভূমি অফিস সহকারী অসীম চক্রবর্তী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। গত দুই দিনের অভিযানে প্রায় ২০০ অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ নেট-পাটা অপসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পানি নিষ্কাশনের বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চলতি আমন মৌসুমে বীজতলাসহ বিলের মৎস্য ঘের তলিয়ে গেছে।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান জানান, জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের বোরো আবাদ নিশ্চিত করতে নদী ও খালের সকল অবৈধ নেট-পাটা অপসারণ করা হচ্ছে। গত দুই দিনের অভিযানে প্রায় ২০০ অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি খাল-বিলে থাকা অবৈধ নেট-পাটা অপসারণ করা হবে।
বিএসডি/আইপি