বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, বৈষম্যের বিরুদ্ধে জাতির জন্য শেষ লড়াই চালাব। এমন ঘোষণা দিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ-হা-ন) ২৯তম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনু এ ঘোষণা দেন।
জাসদ সভাপতি বলেন, স্বাধীনতা পরবর্তীতে সময়ে সামরিক শাসকরা এবং স্বাধীনতাবিরোধী শক্তিরা বারবার এদেশ দখলে নেওয়ার চেষ্টা করেছিল। জনগণ সেসব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর এখনও হামলা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে।
মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। উন্নয়ন ও সুশাসনের ফল সাধারণ জনগণ ভোগ করতে পারছে না। এসবের বিরুদ্ধে আমরা জাতির জন্য শেষ লড়াই চালাব।
ছাত্র রাজনীতিকে উদ্দেশ্য করে ইনু বলেন, ছাত্র সমাজ অন্যায়-অসুন্দরের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। তারা আজ জনগণের কণ্ঠস্বর, জাতির বিবেক হতে চায় না। শুধু ডিগ্রীর মালিক হতে চায়। ছাত্র সংগঠনগুলো অধিকার আদায়, দেশের সংকটে অসহায় নিরুপায় মানুষের পাশে দাঁড়ানোর বদলে রাজনৈতিক ক্ষমতার ক্ষুদে অংশীদার ও ভাগীদার হতে ব্যস্ত।
ইনু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলাও আজ ধ্বংসস্তূপ-পুরাকীর্তিতে পরিণত হয়েছে। আজকের বটতলা বোবা, নীরব। জাতি চায় অতীতের মতোই সব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বটতলা প্রতিবাদী হবে, গর্জে উঠবে। শিক্ষক সমাজও আজ বটতলার মতো বোবা, নীরব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীণ আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জাসদের স্থায়ী কমিটির সদস্য ইউজিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এসএ