আন্তর্জাতিক ডেস্ক:
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দুই পক্ষের সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের বড় একটি অংশ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
এ ছাড়া রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে হত্যা ও নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে। ইউক্রেনে রুশ সেনাদের এসব কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে ধরা যেতে পারে বলে শুক্রবার মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাসেলেট।
বিএসডি/ এমআর