নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্য পুনর্গঠনের আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। একইসঙ্গে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৩ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সাধারণ সভায় আপ বাংলাদেশের পক্ষ থেকে এসব আহ্বান জানানো হয়। এসময় সংগঠনটির সাংগঠনিক কাঠামো মজবুত করতে ১৮টি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সাধারণ সভায় পূর্ববর্তী মিটিংয়ে গঠিত গঠনতন্ত্র প্রস্তাবনা কমিটি, ফাইন্যান্স পলিসি প্রস্তাবনা কমিটি, উপদেষ্টা প্রস্তাবনা কমিটিসহ মোট সাতটি কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে সমস্ত কমিটির প্রস্তাবনা পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করার লক্ষ্যে আহ্বায়ক কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে শৃঙ্খলা বিষয়ক কমিটি, ফাইন্যান্স বিষয়ক কমিটি, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক কমিটিসহ মোট ১৮টি কমিটি ঘোষণা করেন।
সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং জাতীয় ঐক্যের স্বার্থে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানানো হয়। এসময় বক্তারা বলেন, জুলাইয়ে দলমত নির্বিশেষে বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষের মধ্যে যে অভাবনীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য ফিরিয়ে এনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনা নিতে হবে।
সাধারণ সভায় সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিবসহ দ্বিতীয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং ৬৪ জন কেন্দ্রীয় সদস্য।