নিজস্ব প্রতিবেদক
জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামের এক সংগঠনের নেতারা।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মিছিল ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ কথা বলেছেন।
ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে। কোনো রক্তচক্ষুকে ভয় করা চলবে না। আমরা বীরের জাতি। আমাদের পরাজয়ের কোনো ইতিহাস নেই। ভারতের উগ্রবাদী কয়েকজন নেতার উসকানি ও উগ্রবাদী মিডিয়া অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীদের লেলিয়ে দিচ্ছে।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ভারতে নিয়মিত উগ্রবাদী গোষ্ঠী সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন করে আসছে। অথচ, বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তারা তুলকালামকাণ্ড ঘটাচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, ভিয়েনা কনভেনশন অনুসারে ভারত সরকার বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। তাই এ ব্যাপারে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর ভূমিকা নিতে হবে।