আন্তর্জাতিক ডেস্ক
জাপানের দক্ষিণাঞ্চলে কিউশু দ্বীপে প্রবল বৃষ্টিপাতের কারণে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় ১ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
শনিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনএইচকে। এনএইচকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে জাপানের কিউশু দ্বীপের তিনটি বিভাগে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে; এবং এই তিন বিভাগের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে জাপানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ জাপানে প্রায় নিয়মিত একটি ঘটনা ভূমিকম্প ও ঘূর্ণিঝড়। সম্প্রতি দেশটিতে এ তালিকায় যুক্ত হয়েছে অতিবৃষ্টি ও এ জনিত কারণে ভূমিধস। গত ৩ জুলাই জাপানের রাজধানী টোকিও থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে সমুদ্র তীরবর্তী পর্যটন শহর আতামিতে প্রবল বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট ভূমিধসের কারণে ৮০ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের সবার সন্ধান এখনও মেলেনি।
বিএসডি/ সাজ্জাদ/মুছা