আন্তর্জাতিক ডেস্ক:
২০২২ সালের জন্য রেকর্ড সর্বোচ্চ বাজেট পরিকল্পনা গ্রহণ করতে চলেছে জাপান। আজ শুক্রবার দেশটির মন্ত্রীসভা টানা দশম বছরের জন্য রেকর্ড ৯৪০ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন দিয়েছে।
এ বাজেটে কভিড-১৯ মোকাবেলা, প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা ও সম্পদ বন্টন অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী বছরের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের জন্য জাপানের সবচেয়ে বড় প্রাথমিক বাজেট ব্যয় পরিকল্পনা ধরা হয়েছে ১০৭ ট্রিলিয়ন ইয়েন (৯৪১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার)। এতে কভিড-১৯ মহামারী থেকে অর্থনৈতিক উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অগ্রাধিকার দেওয়া হয়েছে।
কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাজেটে সরকারের বেশি ব্যয় অন্যান্য খাতের ভারসাম্য নষ্ট করবে কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী শুনিচি সুজিকি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি সেটা মনে করছি না। সুজুকি তার লক্ষ্যের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, জাপানের বিশ্বাসযোগ্যতার ভিত্তি সুদৃঢ় করতে জনগনের অর্থনৈতিক অবস্থা উন্নত করার প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকারের এটিই প্রথম বাজেট, যা চলতি অর্থবছরের শেষ নাগাদ মার্চে সংসদে অনুমোদিত হতে হবে। বিশ্লেষকরা বলছেন, বড় খরচের অর্থ হলো জাপানের নীতি নির্ধারক যারা খরচ কমাতে ব্যাংক অব জাপানের অতি শিথিল মুদ্রানীতি গ্রহণ করেছেন তাদের মধ্যে আর্থিক শৃঙ্খলা শিথিল হয়ে পড়ছে।
বাজেটে কভিড-১৯ বিষয়ে জরুরি খরচের জন্য ৫ ট্রিলিয়ন ইয়েন, প্রতিরক্ষা ব্যয়ের জন্য ৫ দশমিক ৩৭ ট্রিলিয়ন, কল্যাণ খাতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ট্রিলিয়ন এবং ঋণ খাতে ২৪ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ রয়েছে।
সূত্র:রয়টার্স ।
বিএসডি/ এলএল