বর্তমান সময় ডেস্কঃ
জামালপুর-৫ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি। আজ শনিবার বেলা ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মারুফা আক্তার পপির হাতে মনোনয়ন ফরম তুলে দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। এর আগে দীপু মনি চাঁদপুর-৩ আসনে তার নিজের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ ছাড়া আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- সুনামগঞ্জ- ৩ আসনে আজিজুল সামাদ ডন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেলসহ অনেকেই।
এর আগে সকাল ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
বিএসডি/আরপি