নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা ও জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এই রায়ের ফলে জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবেই থাকছেন।
তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আমি ন্যায় বিচার পেয়েছি। মাননীয় আদালতকে ধন্যবাদ। সকলের কাছে আমি কৃতজ্ঞ। ’
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
বিএসডি/ এলএল