ক্রীড়া ডেস্ক,
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার জিদান মিয়া সুযোগ পেয়েছেন রায়ো ভায়েকানোর ‘সি’ দলে। ভায়েকানো লা লিগার দল হলেও মূল দলে সুযোগ পাওয়ার জন্য জিদানের পাড়ি দিতে হবে কঠিন পথ। ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের এখনো পা পড়েনি পেশাদার ফুটবলে। বাবা-মা বাংলাদেশি হলেও তার জন্ম ইংল্যান্ডে। ফুটবলের পাঠ নিয়েছেন যুক্তরাষ্ট্রে ডেভিড বেকহ্যাম একাডেমিতে। খেলেছেন সে দেশেরই ক্লাব এফসি ডালাসের বয়সভিত্তিক দলে এবং ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বর্মলি এফসির যুব দলে। জিদানের বাংলাদেশের জার্সি গায়ে খেলার ইচ্ছা রয়েছে। সেটা জানেন বাংলাদেশ জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে।
তিনি বলেন, ‘জিদান বিভিন্ন জায়গায় অনুশীলন করেছে। যুক্তরাষ্ট্রের নাইকি একাডেমিতেও ছিল। এর মানে তার মান আছে। জিদানকে মাঠে প্রমাণ করতে হবে। খেলতে হবে। এখন লা লিগার ‘সি’ দলে সুযোগ পেয়েছে। এটা ভালো দিক।’ জিদানের প্রমাণের মঞ্চ মাদ্রিদের আঞ্চলিক লীগ। ভায়েকানোর ‘সি’ দল খেলে থাকে মাদ্রিদের আঞ্চলিক লীগে। এই আসরকে স্পেনের চতুর্থ বিভাগ ‘তেসেরো ডিভিশনের’ বাছাইপর্ব হিসেবে ধরা হয়। মাদ্রিদ অঞ্চলের সেরা দুই ক্লাব অংশ নেয় তেসেরা ডিভিশনে। ভায়েকানোর ‘বি’ দল খেলে থাকে তেসেরা ডিভিশনে।
বিএসডি/এএ