খেলাধূলা প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ডালাসের কটন বল স্টেডিয়ামে আজ প্রাক-মৌসুম প্রস্তুতি প্রীতি ম্যাচে ভক্তদের দারুণ ফুটবল উপহার দিয়েছে বার্সেলোনা ও জুভেন্টাস। তবে জিততে পারেনি কেউ, ২-২ গোলে ড্র হয়েছে। বিশেষভাবে আলো ছড়িয়েছেন বার্সার ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও জুভেন্টাসের ইতালিয়ান ফরোয়ার্ড মইসে কিন। দুজনই জোড়া গোল করেন।
২০১৭ সালে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ১৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে দেম্বেলেকে নিয়ে আসে বার্সেলোনা। কিন্তু গত পাঁচ বছরে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। অধিকাংশ সময়ই চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে থাকেন। গত মৌসুমে তাকে বিক্রি করে দেওয়ারও চেষ্টা চালায় কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সেটা আর হয়নি। চলতি বছর অল্প কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েই নিজের যোগ্যতার প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছেন দেম্বেলে। তাইতো এই মৌসুমে তার সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি করেছে বার্সা।
তবে নিয়মিত একাদশে খেলার সুযোগ পাবেন কিনা, সেটা নিয়ে সংশয় রয়ে গেছে। কারণ, এই মৌসুমে রবার্ট লেভানডফস্কি ও রাফিনহাকে নিয়ে আসা হয়েছে। তারা দুজনই প্রথম একাদশে থাকবেন যে তা অনেকটা নিশ্চিত। আগে থেকেই আছেন আনসু ফাতি, তাকে এবার সম্পূর্ণ ফিট মনে হচ্ছে। জানুয়ারিতে দলে আসার পর থেকে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। এর বাইরে ফেরান তরেস ও মেম্পিস ডিপাই আছেন। তাই আজ পারফরম্যান্স দিয়ে প্রথম একাদশে থাকার জোর দাবি জানিয়ে রাখলেন ফরাসি তারকা।
৩৪ মিনিটেই বার্সাকে এগিয়ে নেন দেম্বেলে। মাঝমাঠে সের্হিনিও দেস্তের কাছ থেকে বল নিয়ে রাইট উইং থেকে দর্শনীয় ড্রিবলে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। পাঁচ মিনিট পরেই জুভেন্টাসকে সমতায় ফেরান মইসে কিন। এক মিনিট পরই আবারও দেম্বেলের গোল। ৫১ মিনিটে আবারও জুভেন্টাসকে সমতায় ফেরান কিন।
বিএসডি/ এমআর