নিজস্ব প্রতিবেদক
বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ বিপ্লবে আহতদের জন্য এই সীমা শিথিল করা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের চিকিৎসায় এই সীমা শিথিল করা হয়েছে। ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, জুলাই বিপ্লবে অনেকে আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা ব্যয় সাধারণের চেয়ে বেশি লাগবে। আহতের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করেছে। যাতে বিদেশের হাসপাতালের ব্যয় মেটাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। এই সার্কুলারের ফলে আহতরা হাসপাতালের চিকিৎসা ব্যয়ের চাহিদা অনুযায়ী ডলার বহন করতে পারবেন এবং ব্যয় করতে পারবেন।