নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণে স্মরণ সভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন লাইব্রেরি অডিটোরিয়ামে দুই সংগঠনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক এম এ হালিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব এম ডি ফখরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম। এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি আয়োজকরা ঘোষণা দেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই বীর শহীদের পরিবারকে সম্মাননা জানানো হবে।
সভায় বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক মো. একরামুল করিম, সদস্য মাহবুবের রহমান শামীম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ হালিম, সদস্যসচিব কামরুল হাসান হারুন, যুগ্ম সদস্যসচিব এম ডি ফখরুল ইসলাম, পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, গোলাম ফারুক, সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দিন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ফরহাদ হোসেন, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। ষড়যন্ত্রকারীদের বিভাজনের কূটকৌশলে এই আত্মদান যেন ব্যর্থ না হয়, সে দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।
সভায় আবেগাপ্লুত হয়ে শহীদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম বলেন, ওয়াসিমসহ জুলাই শহীদদের আত্মদান যাতে বৃথা না যায়, সে জন্য সব পক্ষকে সহনশীল হয়ে নতুন বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
এর আগে বিকেলে আসরের নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে অ্যালামনাই এসোসিয়েশন। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।