আন্তর্জাতিক ডেস্ক:
চীনে শ্রমদাস দিয়ে জোরপূর্বক পণ্য উৎপাদন নিষিদ্ধ করে, একটি আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতন করে জোরপূর্বক কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই আইন প্রণয়ন করে মার্কিন প্রশাসন।
মার্কিন কংগ্রেস সদস্যদের চাপে আইনটি এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে সর্ব সম্মতভাবে পাস হয়। ওই আইনের অধীনে চীনের জিনজিয়াং থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে হলে সরবরাহকারীকে আগে প্রমাণ করতে হবে যে, পণ্যটি উৎপাদনে বাধ্যতামূলক শ্রম ব্যবহার করা হয়নি। বিশেষ করে উইঘুর মুসলিমদের সেখানে নিপীড়নের ঘটনা ঘটেনি, তা প্রমাণ সাপেক্ষে সেসব পণ্য আমদানির পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।
বিলটি উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন নামে পরিচিত। বিলটি আইনে পরিণত হতে শুধু প্রেসিডেন্ট জো বাইডেনের সাই বাকি ছিলো। বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিনত হলো। তবে কোকাকোলা, নাইকি, এ্যাপেলের মতো বড় বড় কম্পানি, যারা চীনে ব্যবসা করছে তারা এ বিলের সমালোচান করেছে।
এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার দলগুলো জানিয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশে অন্তত ১০ লাখ মানুষকে বন্দিশালায় আটকে রাখা হয়েছে। তারা সবাই সংখ্যালঘু উইঘুর মুসলিম। তাদের নানা ধরনের কাজ করতে বাধ্য করা হয়। তবে চীন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বিএসডি/এসএফ