বর্তমান সময়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
    • আইন আদালত
  • খেলাধূলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
    • লাইফস্টাইল
    • পর্যটন
    • যোগাযোগ
  • অন্যান্য
    • সারাবাংলা
    • শিক্ষাঙ্গন
    • আজকের চট্টগ্রাম
    • কৃষি ও পরিবেশ
    • এক্সক্লুসিভ
    • ধর্ম
    • মিডিয়া
    • মুক্তমত
    • রকমারি
    • স্বাস্থ্য
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায় :...
‎‘আমি জানালার পাশে বসে ছিলাম হঠাৎ যেন আকাশটা আগুন হয়ে...
গাজায় মানবিক বিপর্যয় অবর্ণনীয় ও অযৌক্তিক : ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের গরুর মাংস আমদানিতে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা শিথিল
চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী মাহিয়া
দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে স্থগিত করল আওয়ামী লীগ
এশিয়া কাপ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন এসিসি সভাপতি
গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণকে শুধু ধোঁকা...
কম্বোডিয়ার সঙ্গে সংঘাত, স্কুল বন্ধ ঘোষণা করল থাইল্যান্ড
মাইলস্টোন ট্রাজেডি : ‘ক্লাউড’ ও ‘স্কাই’ সেকশনেই মারা গেছে ৯...
বর্তমান সময়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
    • আইন আদালত
  • খেলাধূলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
    • লাইফস্টাইল
    • পর্যটন
    • যোগাযোগ
  • অন্যান্য
    • সারাবাংলা
    • শিক্ষাঙ্গন
    • আজকের চট্টগ্রাম
    • কৃষি ও পরিবেশ
    • এক্সক্লুসিভ
    • ধর্ম
    • মিডিয়া
    • মুক্তমত
    • রকমারি
    • স্বাস্থ্য
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
জাতীয়

জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প, এখনই মিলছে না সমাধান

কর্তৃক HsrdAJYwFbF অক্টোবর ২৪, ২০২২
অক্টোবর ২৪, ২০২২ ০ মন্তব্য 234 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:

জ্বালানি সংকটে শিল্প খাতের দৈন্যের কথা তুলে ধরেছেন উদ্যোক্তারা। তাঁরা বলেছেন, গ্যাস ও বিদ্যুতের অভাবে কম উৎপাদন করতে হচ্ছে এবং বেশি ব্যয় হচ্ছে। এ সংকটে বাজারে পণ্যের দাম বাড়ছে। অন্যদিকে কমছে রপ্তানি। ক্রমাগত লোকসানের মুখে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় আছে অনেক শিল্পকারখানা। বেকার হতে বসেছেন লাখো শ্রমিক। ব্যাংক ঋণ পরিশোধ করতে বেকায়দায় পড়েছেন উদ্যোক্তারা।

গতকাল রোববার এক আলোচনা সভায় শিল্পের বর্তমান এমন পরিস্থিতি তুলে ধরেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দ্রুততম সময়ে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে সরকারের প্রতি তাঁরা অনুরোধ জানিয়েছেন। এ ক্ষেত্রে গ্যাসের বেশি দর দিতেও তাঁরা রাজি। পাশাপাশি অনুৎপাদনশীল কিংবা কম উৎপাদনশীল খাতে সরবরাহ কমিয়ে শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বলেছেন তাঁরা।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

উদ্যোক্তাদের অনুরোধের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা ও অনিশ্চিত বৈশ্বিক প্রেক্ষাপটে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা ঝুঁকিপূর্ণ। ২৫ ডলার (প্রতি এমএমবিটিইউ) হিসাব ধরে এলএনজি আমদানি করলেও চাহিদা মেটাতে অন্তত ছয় মাস কেনার মতো অবস্থা নেই। এ মুহূর্তে সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। তবে আপাতত সংকট কিছুটা প্রশমনে প্রয়োজনে শিল্পমালিকরা সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস নিতে পারেন।

সংকটের স্বল্পমেয়াদি সমাধান হিসেবে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগামী দু-তিন মাসের মধ্যেই ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি আকারে জাহাজে এনে জাতীয় গ্রিডে দেওয়া হবে। এ ছাড়া আগামী ডিসেম্বর-জানুয়ারিতে কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তখন বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমিয়ে শিল্পে কিছু গ্যাস দেওয়া যেতে পারে। তবে এ মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস না দিলে লোডশেডিং বাড়বে। তিনি মনে করেন, এসিসহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে দুই-তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। সে রকম হলে কিছু গ্যাস শিল্পে দেওয়া যাবে। প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার না করার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, তাঁর নিজের কারখানায় সাত থেকে আট ঘণ্টা গ্যাস থাকে না। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বিদ্যুতের লোডশেডিং আরও বেড়েছে। এসব কারণে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করতে রেশনিং সিস্টেমে যেতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন তাঁরা। সংকটকালে তেল ও ফার্নেস অয়েলের ওপর গড়ে ২৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। তিনি বলেন, স্পট মার্কেট থেকে গ্যাস আমদানি করে শিল্পে সরবরাহ করা হলে বেশি মূল্য দিতেও রাজি আছেন তাঁরা। ব্যবসায়ীদের মুখপাত্র হিসেবে এসব প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরতে জ্বালানি উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।

এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। একদিকে ব্যাংকের ঋণ পরিশোধ, অন্যদিকে শ্রমিকদের বেতন দেওয়ার চাপ রয়েছে। কারখানা আংশিক বন্ধ হবে, নাকি স্থায়ীভাবে বন্ধ হবে, নাকি শ্রমিক ছাঁটাই করা হবে- সে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে এ. কে. আজাদ বলেন, মাত্র ৫ শতাংশ অতিরিক্ত গ্যাস পেলে শিল্প খাত টিকে যাবে। গ্যাসের অভাবে যাতে একটা কারখানাও বন্ধ না হয়। কোনো শ্রমিক যাতে চাকরি না হারায়। না খেয়ে যেন কাউকে থাকতে না হয়। তৈরি পোশাকের রপ্তানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, করোনা সংক্রমণ কমে আসার পর চীন-ভিয়েতনাম থেকে ক্রেতারা রপ্তানি আদেশ বাংলাদেশে নিয়ে এসেছিলেন। সে সুযোগে রপ্তানি বাড়ছিল। এখন রপ্তানি কমে যাচ্ছে।

বস্ত্র খাতের উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, স্বাভাবিক সময়ে এক মিটার কাপড় উৎপাদনে খরচ ছিল ৫০ সেন্টের মতো। গ্যাস-বিদ্যুতের সংকটে এখন তা ১ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে। একদিকে উৎপাদনে লোকসান, অন্যদিকে ব্যাংক ঋণ পরিশোধের চাপ। হাত-পা বেঁধে দিয়ে সাঁতার দেওয়ার মতো দশা। তিনি বলেন, এলএনজি স্পট মার্কেট থেকে কিনে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন করা সম্ভব। তাঁরা গ্যাসের বাড়তি দাম দিতে রাজি আছেন। এ বাবদ ব্যয় বাড়লেও রপ্তানি আয় দিয়ে পোষানো যাবে।

বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, জ্বালানি সংকটে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো কীভাবে কাজ করছে, তা জানা দরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো আরও কয়েকটি কেন্দ্র নির্মাণ করা যায়। জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুতের কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। শিল্প ক্ষতিগ্রস্ত হলে ৪৫ লাখের মতো মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। এটি খুব ভালোভাবেই বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও ভাবতে হবে। বোরো ধান, গমের নিরাপত্তার কথাও ভাবতে হবে। এ জন্য সারের নিরাপত্তা দরকার। অন্য খাতে রেশনিং করে হলেও এসব নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। তিনি বলেন, শিল্পে দিনে গ্যাস প্রয়োজন ৯০ কোটি ঘনফুট। দেওয়া হচ্ছে ৫০ কোটি ঘনফুট। গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের কারখানায় গ্যাস সংকট সবচেয়ে বেশি। স্বল্পমেয়াদি পদক্ষেপ নিয়ে এসব এলাকার কারখানায় গ্যাস দেওয়া জরুরি। অন্য খাত থেকে ৫ দশমিক ৭ শতাংশ হারে গ্যাস রেশনিং করে হলেও এই চার এলাকার শিল্পের চাহিদা মেটানো প্রয়োজন। আগামী তিন থেকে ছয় মাসের জন্য সার কারখানায় গ্যাস সরবরাহ অর্ধেক কমিয়ে এবং গ্যাসের অপচয় ১০ শতাংশ কমিয়ে আনলে দিনে ১০ কোটি ঘনফুট গ্যাস এই চার এলাকার শিল্পে দেওয়া সম্ভব। তিনি বলেন, দ্রুত স্পট মার্কেট থেকে ২০০ থেকে ৪০০ এমএমসিএফডি গ্যাস (এলএনজি) আমদানি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ৩০ ডলার দরে প্রতি এমএমবিটিইউ গ্যাস কিনলে গ্রাহক পর্যায়ে মিশ্রিত (দেশীয় ও এলএনজি) গ্যাসের দাম ২৮ টাকার মতো পড়তে পারে।

এমসিসিআইর সভাপতি সাইফুল ইসলাম বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটে স্থানীয় কিংবা রপ্তানি উভয় বাজারের জন্য উৎপাদিত পণ্যের ব্যয় বেড়েছে ১০ থেকে ৩৫ শতাংশ। অথচ প্রধান প্রতিযোগী ভিয়েতনাম কিংবা ভারতে এ সংকট নেই। তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান না হলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

বিকেএমইএর সহসভাপতি আকতার হোসেন অপূর্ব বলেন, গ্যাস-বিদ্যুতের অভাবে উৎপাদন ৪০ শতাংশ কমেছে। এ কারণে অতিরিক্ত উৎপাদন ব্যয় বেড়েছে ৫ শতাংশ। এর প্রভাবে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। ক্রেতাদের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক বার্তা যাচ্ছে। তিনি বলেন, সিএনজি স্টেশন থেকে নিরাপত্তার সঙ্গে কারখানায় গ্যাস নিতে চান তাঁরা। এলপিজি ব্যবহারের উপযোগী অবকাঠামো নির্মাণে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণ দেওয়া দরকার। ফার্নেস অয়েলের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাংলাদেশের পোশাকের বড় ক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সারের বাংলাদেশ ও ভারতের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক বলেন, বাংলাদেশের যেসব কারখানা থেকে তাঁরা পোশাক নেন, এ রকম ২৭টি কারখানা সরেজমিনে গেছেন তিনি। যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন, তা রীতিমতো ভয়ের। উৎপাদন কম হচ্ছে। অন্যদিকে, বিশ্ববাজারে পণ্যের চাহিদা কমছে। তুলার বেশি দরের কারণে পণ্যের দর বাড়ানো দরকার। অথচ দর বাড়ালে রপ্তানি কমে যাচ্ছে। যেভাবে হোক শিল্পে গ্যাস সংকটের দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা।

বিএসদি/কাফি

জাতীয়জ্বালানি
০ মন্তব্য
0
FacebookTwitterPinterestLinkedinWhatsappEmail
পূর্ববর্তী পোস্ট
Situs Judi Slot Gacor Hari Ini Terbaru 2023
পরের পোস্ট
SITUS SLOT THAILAND LUAR NEGRI PALING TERNAMA 2023

সম্পর্কিত পোস্ট

চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে...

জুলাই ২৪, ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি : ‘ক্লাউড’ ও ‘স্কাই’ সেকশনেই মারা...

জুলাই ২৪, ২০২৫

ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

জুলাই ২৪, ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

জুলাই ২৪, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ ড্রাইভারের নামে ঝিলমিল প্রকল্পের...

জুলাই ২৪, ২০২৫

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

জুলাই ২৩, ২০২৫

সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে : পানিসম্পদ উপদেষ্টা

জুলাই ২৩, ২০২৫

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস...

জুলাই ২৩, ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত : ২২ জনের মরদেহ পরিবারের...

জুলাই ২৩, ২০২৫

বছর পেরুলেও তথ্য ও মানবাধিকার কমিশন গঠনে দীর্ঘসূত্রতায়...

জুলাই ২৩, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

পরবর্তী বার মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন।

জনপ্রিয় পোস্ট

  • 1

    মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

    সেপ্টেম্বর ২, ২০২২
  • ঘুরে আসুন মেঘের রাজ্যে

    সেপ্টেম্বর ৮, ২০২১
  • নারীর ক্ষমতায়ন ও দরিদ্রতা নিরসনে ক্ষুদ্রঋণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ — আশা

    ফেব্রুয়ারি ৪, ২০২২
  • সুখী হওয়ার সাইকোলজিক্যাল টিপস

    আগস্ট ১৮, ২০২১
  • ঘুরে আসুন রাতারগুলে মিঠাপানির বনাঞ্চল

    সেপ্টেম্বর ১৬, ২০২১
  • আজই ঘুরে আসুন নিকলী হাওর

    সেপ্টেম্বর ৬, ২০২১
  • করোনা যুদ্ধে পিছিয়ে নেই ঢাবি – সাক্ষাৎকারে উপাচার্য

    আগস্ট ৩, ২০২১
  • 8

    অর্থ না থাকলে শুভাকাঙ্খীরাও পাশে থাকে না

    জুন ২৮, ২০২২

যোগাযোগ করুন

অফিস: ই ২২/৬ পল্টন চায়না টাউন ৬৭/১ নয়া পল্টন,ঢাকা -১০০০
ফোন: +8801675133344, +8801711356270
ওয়েবসাইট: bortamansomoy.com
ইমেইল: bartomansomoy@gmail.com

সম্পাদকদের বাছাই

  • আশার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা

  • স্ত্রী ডিভোর্স দিলেই কি দেনমোহর বাতিল হয়ে যায়?

  • পুরাতন দত্তক আইনে অনিরাপদ এতিমদের ভবিষ্যৎ

  • করোনাকালে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

ফেসবুকে সকল নিউজ পেতে লাইক করুন

Facebook
  • About Us
  • Contact Us
  • Privacy Policy

© ২০২৩ বর্তমান সময় । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

Developed By Deshi Hosting

bn Bengali
bn Bengalien English