নিজস্ব প্রতিবেদক,
জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- রতনপুর গ্রামের জোরপুকুরিয়া গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও চৌধুরীপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধরঞ্জি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব মাহমুদুল আলম জানান, জমিতে ধানের চারা রোপনের জন্য ওই কৃষকরা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় প্রবল বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে জোরপুকুরিয়া গ্রামের আহত খলিল তরফদারের অবস্থা আশঙ্কাজনক।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতের পরিবারকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
বিএসডি/আইপি