ক্রীড়া ডেস্ক,
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে এখনো কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। এমনকি পয়েন্টও খোয়ায়নি সেলেসাওরা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬:৩০ মিনিটে পেরুকে আতিথ্য দেবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের ধারা অব্যাহত রাখাটাই চ্যালেঞ্জ নেইমারদের ।
গত রোববার রাতে আর্জেন্টিনার সঙ্গে বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা ৪ আর্জেন্টাইন ফুটবলারের খেলা নিয়ে বিতর্কের জেরে স্থগিত হয়ে যায় ম্যাচটি। খেলা শুরুর ৭ মিনিট পর স্থগিত হওয়া ম্যাচটি নিয়ে তদন্ত করছে ফিফা। সেই ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভুলে পেরুর বিপক্ষে মাঠে নামতে হচ্ছে নেইমারদের। আর্র্জেন্টিনার বিপক্ষে পণ্ড হওয়া ম্যাচের ভেন্যু অ্যারেনা পেরনামবুকো স্টেডিয়ামে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।
নিজেদের মাঠে খেললেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
লম্বা বিরতি থেকে ফিরে ছন্দহীন নেইমার। ইংল্যান্ডের কঠোর কোয়ারেন্টিন নীতির কারণে ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা গুরুত্বপূর্ণ ৭ ফুটবলারকে পাচ্ছে না ব্রাজিল। গোলপোস্টের নীচে আলিসন বেকার কিংবা এডারসন নেই। বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ওয়েভারতন দাঁড়াবেন পোস্টের নীচে। রক্ষণে অভিজ্ঞ থিয়াগো সিলভার সার্ভিস পাওয়া হবে না ব্রাজিলের। মাঝমাঠের দুই ভরসা ফ্রেড ও ফাবিনহো এবং আক্রমণভাগে ব্রাজিলের প্রথম পছন্দের তিনজন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো নেই। দলের সেরা তারকাদের অনুপস্থিতিতেও গত শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে তাদের মাঠে হারিয়েছে ব্রাজিল। যদিও চিলিকে হারাতে ঘাম ছুটেছে তিতের দলের। ইংলিশ প্রিমিয়ার লীগ তারকাদের না থাকার প্রভাব পড়ে চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে। ফ্লামেঙ্গো মিডফিল্ডার এভারটন রিভেইরার গোলে চিলি বাধা টপকে যায় ব্রাজিল। পেরুর বিপক্ষে ব্রাজিল শেষবার খেলেছে কোপা আমেরিকায়। গত জুলাইয়ে কোপায় দুইবার পেরুর মুখোমুখি হয় ব্রাজিল। গ্রুপ পর্বে সহজেই ৪-০ ব্যবধানে জেতে। সেমিফাইনালে আবারো পেরুকে প্রতিপক্ষ হিসেবে পায়। ফাইনালে উঠার লড়াইয়ে ব্রাজিলকে কাঁপিয়ে দেয় পেরু। লুকাস পাকুয়েতার গোলে ১-০ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে পেরু জায়গা করে নেয় প্লে-অফে জিতে। ১৯৮২ সালের পর প্রথমবার বিশ্ব ফুটবলের আসরে খেলে পেরু। কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে বেশ পিছিয়ে দলটি। দক্ষিণ আমেরিকার ১০ দলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার সাতে পেরু। তালিকার সেরা চার দল সরাসরি এবং পঞ্চম দলকে বিশ্বকাপে জায়গা করে নিতে হয় প্লে-অফে খেলে। কোপা আমেরিকার সেমিফাইনালিস্ট পেরু গত দুই ম্যাচে হারেনি। বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী উরুগুয়ের সঙ্গে ড্র এবং ভেনেজুয়েলাকে হারিয়েছে ১-০ ব্যবধানে। শীর্ষ পাঁচে থাকতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্র্ণ পেরুর। যদিও ব্রাজিলের বিপক্ষে পারফরমেন্স সুখকর নয় তাদের। ৫০ ম্যাচে ব্রাজিলের জয় ৩৬টি। পেরু জিতেছে মাত্র ৯ ম্যাচ। ব্রাজিলকে পেরু সবশেষ হারিয়েছে দুই বছর আগে। ২০১৯ সালের সেপ্টেম্বরে হওয়া ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে ব্রাজিলকে হারায় পেরু।
কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায়ের পর পেরুর আর্জেন্টাইন কোচ রিকোর্ডো গার্সিয়া দলে ফিরিয়েছেন দুই অভিজ্ঞ ফরোয়ার্ড পাওলো গুয়েরেরো ও রাউল রুইডিয়াজকে। কোপা আমেরিকায় আলো ছড়ানো দুই মিডফিল্ডার রেনাতো তাপিয়া ও ইয়োশিমার ইয়োতুন মাঝমাঠে পেরুর ভরসা। এই চার ফুটবলারের পারফরমেন্সে ভর করে ব্রাজিলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায় পেরু।
বিএসডি/এএ