নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা তিন কিশোরকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ ওঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীবাড়ি এলাকায় চান্দুগাজী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো— নরসিংদী জেলার চৌদ্দবন্দী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহাত, কুমিল্লা জেলার বাগানবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাতুল ও টঙ্গীর গাজীবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাফি।
আহত তিনজনকে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, টঙ্গীর গাজীবাড়ি এলাকায় চান্দুগাজী স্কুলের সামনে ২০ থেকে ২৫ জন কিশোর হঠাৎ এসে ওই তিন কিশোরকে মারধর করতে থাকে। মারধরের এক পর্যায় তিনজনকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাসুদ বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএসডি/ এলএল