বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। টানা দুই ম্যাচ হেরে অনেকটা ভাল অবস্থানে নেই তারা। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চাই পাকিস্তান। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজের পরিবর্তে একাদশে ফিরেছেন শাদাব খান।
অপরদিকে, বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। তবে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দেয় আফগানরা। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে চায় তারা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। পেসার ফজলহক ফারুকীর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নূর আহমেদ।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও নূর আহমেদ।
বিএসডি/ এফ এ