খেলাধূলা ডেস্ক:
যে কাজটা বাংলাদেশের সোনালী প্রজন্মও করে দেখাতে পারেনি, সেটাই করে দেখিয়েছে টাইগারদের তুলনামূলক অনভিজ্ঞ দলটা। নিউজিল্যান্ডের মাটিতে প্রায় পাঁচ দিন দাপট দেখিয়ে জিতেছে টেস্ট ম্যাচ। মিটেছে তাসমান সাগরের ওই পারে বাংলাদেশের ৩২ ম্যাচের জয়খরাও। এ কীর্তির মহিমা এমনই, যা বাংলাদেশের ঘোর নিন্দুকের মুখেও ফুটিয়েছে প্রশংসার খই।
মাইকেল ভন। বাংলাদেশের দুর্দিনে সরব থাকে তার টুইটার। সমালোচনায় মোটেও পিছপা হন না তিনি। সাবেক এই ইংলিশ অধিনায়ক আজ টাইগারদের সাফল্যের দিনেও। টুইট করে অভিনন্দন জানালেন, দারুণ পারফর্ম্যান্সের জন্য ভার্চুয়াল হাততালিও দিলেন তিনি।
বাংলাদেশ যে নিউজিল্যান্ডে দাঁড়িয়ে ইতিহাসটা গড়েছে, সেই দলটির সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংও বাংলাদেশকে বাহবা দিয়েছেন। লিখেছেন, ‘কেউ যদি এই ম্যাচের পর বলে নিউজিল্যান্ড খাটো করে দেখেছিল বাংলাদেশকে, তাহলে সে কথা অবান্তর। কারণ বাংলাদেশ টসে জিতেছে, এরপর অসাধারণ একটা টেস্ট খেলেছে। ইতিহাস গড়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। দ্বিতীয় টেস্টের জন্য তর সইছে না।’
ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণও বাংলাদেশের এমন পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন। লিখলেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ, তার জন্য দলটিকে অভিনন্দন। ৮ উইকেটের ব্যবধানে এই টেস্টটা জেতা এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় তুলে নেওয়াটা অনুপ্রেরণার, আর এটা এক অবিশ্বাস্য অর্জনও। আমি নিশ্চিত এ জয়টা তারা অনেক দিন ধরেই মনে রাখবে।’
সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান তার টুইটারে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে টেস্ট জেতাটা চাট্টিখানি কথা নয়। মাউন্ট মঙ্গানুইয়ে এই পর্বতসম অর্জনের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’
বিএসডি/ এলএল