ক্রীড়া ডেস্ক,
আগামী ৩ আগস্ট থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৭ সদস্যের দল হতে যাচ্ছে বলে বিসিবির পক্ষ থেকে জানা গেছে। গত সোমবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো টাইগারদের স্কোয়াড জানালেও বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। তবে আলাদা করে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার পথে হয়তো হাঁটবে না নির্বাচকরা। জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে আছেন।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট-৯৭ কে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আর দল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। মূলত সেই সুযোগও আসলে নেই। কারণ ১৯ জুলাই ডেডলাইন শেষ হয়েছে, বায়ো-বাবলে প্রবেশের আগে ১০ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার। ফলে এখন আর কাউকে নতুন করে অন্তর্ভূক্ত করা যাচ্ছে না। যে দলটা জিম্বাবুয়েতে আছে তারাই সরাসরি বায়ো-বাবলে প্রবেশ করবে। যেখানে বাড়তি হিসেবে ওয়ানডে দলের তিনজনকে রেখে দেয়া হয়েছে, তারাও স্কোয়াডের অন্তর্ভূক্ত।’
ওয়ানডে সিরিজ খেলে পূর্নবাসনে থাকা তামিম দুই মাস বিশ্রামে থাকবেন তাই টি-২০ স্কোয়াডে তিনি নেই। বাবার মৃত্যুর দুঃসংবাদ শুনে আমিনুল ইসলাম বিপ্লব জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফিরে আসায় জৈব সুরক্ষায় ঢুকতে পারছে না। তাই তিনিও স্কোয়াডে নেই। করোনা আক্রান্ত বাবা-মায়ের পাশে থাকতে আগেই দেশে ফেরা মুশফিকুর রহিম ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকার সময় না পাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্তের বেড়াজালে পড়ে সিরিজে খেলবেন না।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),সাকিব আল হাসান, নূরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ ও শেখ মেহেদী।
বিএসডি/আইপি