স্টাফ রিপোর্টার
ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই কার্ডের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকত না। ‘টাকা পে’ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারই একটি পদক্ষেপ। ‘টাকা পে’র কারণে পরনির্ভরশীল থাকতে হবে না। টাকা আমাদের দেশের, আমরা নিজেরাই ব্যবহার করব। নিয়ন্ত্রণও আমরাই করব।
প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যাপকভাবে বেসরকারি ব্যাংক করে দিয়েছি। এখানে অনেক বাধা ছিল। অনেকে বলেছে, ছোট অর্থনীতি আমাদের, এতগুলো ব্যাংক অর্থনীতির জন্য লাভজনক হবে না। আমি বলেছি, আমাদের এই ছোট অর্থনীতি থাকবে না, বড় হবে। তখন এই ব্যাংকগুলো কাজে দেবে। আমাদের সে কথা এখন সত্য প্রমাণিত হয়েছে। রেমিট্যান্সের ক্ষেত্রে কীভাবে ‘টাকা পে’র সুবিধাটা সহজ করার যায়, সে ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের প্রবাসীরা অনেক সময় বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রায় কামাই করে। তারা সেখান থেকে ডলার কিনে দেশে পাঠাতে হয়। সে যাতে ওই দেশের মুদ্রা, সরাসরি টাকায় পাঠাতে পারেন ন্যাশনাল কার্ড স্কিম এর মাধ্যমে। সে ব্যবস্থা সহজ করতে হবে।
মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ভার্চুয়ালি এসময় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের ‘রুপে’, পাকিস্তানের ‘পাকপে’, শ্রীলঙ্কার ‘লংকাপে’ ও সৌদি আরবে ‘মাদা’ আছে। এবার বাংলাদেশেও প্রথমবারের মতো চালু হলো ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’। ক্যাশলেস সোসাইটি তৈরির পথে এটি বাংলাদেশের আরেকটি মাইলফলক।
বিএসডি/আরপি