নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গ্রাম পুলিশের সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পাঁচটিকরি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিস এবং কয়েকটি দোকানপাট ভাঙচুরসহ একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক মিলনের পক্ষে তার সমর্থকরা এলাকায় মিছিল বের করলে প্রতিপক্ষের সমর্থকেরা মিছিলে হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী শহীদুল হক মিলনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান শরীফ হোসেন দাবি করেন শহীদুলের সমর্থকরা মিছিল এবং লাঠিশোটা নিয়ে এসে ইউনিয়ন পরিষদে হামলা চালায় এবং গ্রাম পুলিশ সদস্য ফারুকসহ কয়েকজনকে আহত করে।
তিনি জানান, আরও সংঘর্ষের ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএসডি/এসএফ