ক্রীড়া প্রতিবেদক
ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে। চার ম্যাচের প্রতিটিতেই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে। আজ (শুক্রবার) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ৩-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
টানা চার জয়ে অন্য ক্লাবগুলোর চেয়ে একটু এগিয়ে রয়েছে মোহামেডান। তারা চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই খেলেছে শক্তিশালী বসুন্ধরা কিংস, আবাহনী ও বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই তিন দলের বিপক্ষে পূর্ণ নয় পয়েন্ট পেয়েছে মোহামেডান। যা সাদা-কালো জার্সিধারীদের অন্য ক্লাবগুলোর চেয়ে হিসাবে খানিকটা এগিয়ে রাখবে। প্রথম লেগে ফর্টিজ, ব্রাদার্স ও রহমতগঞ্জ ছাড়া মোহামেডানের আর তেমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই।
আজ ময়মনসিংহে মোহামেডান প্রথমার্ধে ২-১ গোলের লিড নেয়। ৩০ মিনিটে নাইজেরিয়ান এমানুয়েল টনির গোলে এগিয়ে যায় সাদা-কালো শিবির। নয় মিনিট পর মোহামেডানের আরেক এমানুয়েল আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে গোল করে ব্যবধান কমান পুলিশের আল আমিন।
বিরতির পর পুলিশ খেলায় সমতা আনার চেষ্টা অব্যাহত রাখে। ৭২ মিনিটে সেই চেষ্টা নস্যাৎ করেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। আগের রাউন্ডে তার একমাত্র গোলেই আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। মালির এই ফুটবলারই মোহামেডানের ধারাবাহিক জয়ের নায়ক হচ্ছেন। ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল করতে না পারায় ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচই ছিল। আগামীকাল (শনিবার) তিনটি ম্যাচ রয়েছে। তিন ম্যাচের মধ্যে বেশি দৃষ্টি থাকবে ব্রাদার্স-রহমতগঞ্জের ওপর। দুই দলই এবারের মৌসুমে ভালো সূচনা করেছে বিগত সময়ের চেয়ে।