আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে আবারও আগামী মাস থেকে টিকার রফতানি শুরু করার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষকে প্রয়োগের পর উদ্বৃত্ত টিকার রফতানি এবং সহায়তা আগামী মাসে শুরু হবে বলে এই ঘোষণা দিয়েছেন।
দেশে করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে গত এপ্রিলের মাঝের দিকে বিশ্বজুড়ে টিকার রফতানি বন্ধ করে দেয় ভারত; এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ টিকার সংকটে পড়ে।