নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে টিকা নিবন্ধনের বয়সসীমা আরও এক ধাপ কমিয়েছে সরকার। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট কিংবা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন এবং টিকা গ্রহণ করতে পারবেন।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।
বিএসডি /আইপি