নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক দুর্যোগ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে এখন পর্যন্ত দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ এই মরণব্যাধি প্রতিরোধী টিকা নিয়েছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ জন। আর ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
করোনার প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ রয়েছেন ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২ জন। এছাড়া নারীর সংখ্যা ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ২৭ লাখ ৭২ হাজার ৩০১ জন পুরুষ এবং ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন নারী রয়েছেন।
এরমধ্যে দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। এছাড়া চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। আর ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। পাশাপাশি মডার্নার টিকা নিয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ দিকে, অধিদপ্তর থেকে জানানো হয়েছে- রবিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দেশের ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।
বিএসডি/এমএম