নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন থাকবেন। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে।
টিসিবি সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফয়সাল আজাদ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন দায়িত্ব গ্রহণ করবেন।