নিজস্ব প্রতিবেদক,
লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিয়ম বহির্ভূতভাবে কালোবাজারে বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় ডিলার মেসার্স পাটোয়ারি স্টোরের মালিক মহসিন পাটোয়ারী স্বপনসহ আরও দুই দোকানির কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
শনিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রায়পুর থানার ওসির কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের কর্মকর্তারা অভিযুক্তদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এন এস আই কর্মকর্তারা ডিলারকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে অধিদপ্তরের কর্মকর্তারা দোকানিদেরও থানায় হাজির করান। তবে জব্দকৃত মালামাল ও ঘটনা নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ।
জানা যায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য (কতিপয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য) ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে সরবরাহের কথা থাকলেও লক্ষ্মীপুরে তা হচ্ছে না। দীর্ঘ দিন ধরে জেলার রামগঞ্জের পানপাড়া এলাকার টিসিবির ডিলার স্বপন টিসিবির পণ্য স্থানীয় বিভিন্ন দোকানির কাছে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত রাতে জেলার এন এস আই কর্মকর্তারা অভিযানে যান। পরে স্থানীয় মিরগঞ্জের নুর হোসেন ও দুলালের দোকান ও ডিলারের বাড়ি থেকে ২০৮ কেজি তেল, মসুর ডাল ১০০ কেজি জব্দ করা হয়। এসময় ডিলারকে রায়পুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
আজ দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের কর্মকর্তারা ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন। এসময় তারা অভিযুক্ত দুই দেকানিকেও থানায় নিয়ে আসেন। পরে থানায় ওসির কক্ষে ডিলারের কাছ থেকে ৩০ হাজার ও দুই দোকানির কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জব্দকৃত মালামালের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপ পরিচালক নুর হোসেন, রায়পুর থানার ওসি আব্দুল জলিল ও স্থানীয় এন এস আই কর্মকর্তারা।
এদিকে এঘটনা সম্পর্কে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের কর্মকর্তা নুর হোসেন গণমাধ্যমে কথা বলার আগ্রহ প্রকাশ করেও এড়িয়ে যান।
বিএসডি/আইপি