ক্রীড়া ডেস্ক,
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের এই দলে পাঁচজন ব্যাটসম্যান, দু’জন উইকেটরক্ষক ব্যাটসম্যান, চারজন অলরাউন্ডার ও চারজন পেসার রাখা হয়েছে।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পাননি অভিজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট শোয়েব মালিক। তবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে।
পাকিস্তানের এই বিশ্বকাপ দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। চলতি বছর জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলেছেন আজম। দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন খুশদিল।
আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।
রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।
বিএসডি/এএ