স্পোর্টস ডেস্ক:
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন জস বাটলাম। সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ ম্যাচে তিনি ৬৭ বলে ৬টি চার সমান সংখ্যক ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন। তার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৪ রান।
এটা ছিল বাটলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে চতুর্থ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৪৭ রান। আর ২০ ওভার শেষে তাদের রান হয় ৪ উইকেটে ১৬৩। অর্থাৎ শেষ ১০ ওভারে তারা তোলে ১১৬ রান।
প্রথম উইকেটে জ্যাসন রয় ও জস বাটলার তোলেন ৮ বলে ১৩ রান। দ্বিতীয় উইকেটে দাওয়িদ মালান ও বাটলার তোলেন ২২ বলে ২১ রান। তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টো ও বাটলার ২ বলে তোলেন ১ রান।
বিএসডি/এসএস