ক্রীড়া ডেস্ক,
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ফেভারিট, এমনটাই দাবি দেশটির তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। ৩২ বছর বয়সী ইমাদের মতে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরটিতে পাকিস্তান ঘরের মাঠের সুবিধা পাবে। কারণ দীর্ঘদিন মরুর দেশটিতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের।
১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। আরব আমিরাতের পাশাপাশি ওমানেও হবে এই পর্বের ম্যাচগুলো। পাকিস্তান অবশ্য র্যাঙ্কিংয়ের সেরা আট দলের একটি হয়ে সরাসরি দ্বিতীয় পর্ব বা সুপার টুয়েলভে খেলবে। যেখানে গ্রুপ-২ এ তাদের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে আসবে দুটি দল। ম্যাচগুলো হবে আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, শারজাহ এবং আবুধাবিতে।
দুবাইয়ে ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। ক্রিকেটে যে লড়াই দেখার জন্য প্রতীক্ষায় থাকেন দর্শকেরা। বর্তমান ফর্ম এবং শক্তি বিবেচনায় অনেকেই ম্যাচটিতে এগিয়ে রাখছেন ভারতকে।
তবে পাকিস্তান দলের অলরাউন্ডার ইমাদের বিশ্বাস, আসরটি আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ায় তাদের দল সুবিধা পাবে। তাই শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয়, পুরো আসরে তারাই ফেভারিট থাকবে।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমাদ ওয়াসিম বলেছেন, ‘আরব আমিরাতের পরিবেশ আমরা খুব ভালো করে জানি। ওখানে খেললে মনে হবে ঘরের মাঠেই খেলছি। দীর্ঘদিন ধরে ওখানে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। এ জন্যেই ট্রফি জেতার ব্যাপারে অন্যতম সেরা দল বলা হচ্ছে আমাদের। দলে প্রতিভাবান ক্রিকেটাররাও রয়েছে, যারা আমাদের চ্যাম্পিয়ন করতে পারে। বিশ্বকাপ জিততে আমরা নিজেদের ১০০ শতাংশ দেব।’
যোগ করেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা দুই বা তিনটি সিরিজ খেলব। সেগুলোতে জেতাই আমাদের লক্ষ্য, যাতে ভালো ছন্দ এবং আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে পারি।’ পাকিস্তান ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরের রানার্সআপ তারা।