জ্যেষ্ঠ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের মনোনয়নপত্র বৈধ করে তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১২ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সাইফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এ আসনে নৌকা প্রতীকের মেয়র পদে প্রার্থী হচ্ছেন মো. ইসলাম। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চাচা।
২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর বাছাইয়ের দিন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহাম্মদ ইসমাইল ও আব্দুস শুক্কুরের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে অপর মেয়র প্রার্থী মো. শাহজাহান প্রত্যাহার করে নেন।
সাইফুর রহমান জানান, গত ২৯ নভেম্বর রিটার্নিং অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে এসএসসি পাসের মূল সনদ দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করেন। পরে কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর আপিল করলে তা ৫ ডিসেম্বর খারিজ করে দেন। পরে তিনি হাইকোর্টে রিট করেন।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মেয়র প্রার্থী মো. ইসমাইলের মনোনয়নপত্র বৈধ করে তাকে নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী সাইফুর রহমান।
বিএসডি/জেজে