নিজস্ব প্রতিবেদক
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, সকাল থেকে দ্বীপে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।
ইউএনও জানান, আগেই সেন্ট মার্টিনে আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চালু হবে।
সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এতে দ্বীপে খাবারের সংকট দেখা দিয়েছে। অনেকটা বন্দিদশায় চরম ভোগান্তিতে দিন পার করছি আমরা দ্বীপের প্রায় ১০ হাজার বাসিন্দা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের বাসিন্দাদের খাবার প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল নৌ চলাচল না করলে দ্বীপের অনেক মানুষ বিপদে পড়বে।
তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সার্ভিস বোট (পণ্য বহনকারী বোট) গত তিন ধরে চলাচল বন্ধ। আজ সকাল থেকে দ্বীপে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। এ কারণে সব ধরনের বোট চলাচল বন্ধ আছে। গত তিন দিন ধরে সার্ভিস বোট না আসায় দ্বীপে নিত্য প্রয়োজনীয় মালামাল সংকট দেখা দিয়েছে।