অধিনায়ক হিসেবে বাংলাদেশ সফরটা দারুণ কাটলেও ব্যাটার হিসেবে নিশ্চয়ই একে ভুলেই যেতে চাইবেন বাবর আজম। টি-টোয়েন্টি সিরিজে রান পাননি মোটেও। এবার সে ব্যর্থতার ধারা চলে এলো টেস্টেও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে তাকে থিতু হওয়ার আগেই ফেরালেন মেহেদি হাসান মিরাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর রীতিমতো আগুনে ফর্মেই ছিলেন। ৩০৩ রান করেছিলেন ৬০.৬ গড়ে। এমন ফর্ম নিয়েই পা রেখেছিলেন বাংলাদেশে। তবে ঢাকায় সময়টা ভালো যায়নি তার। তিনটি টি-টোয়েন্টিতে রান করেছিলেন যথাক্রমে ৭, ১ ও ১৭।
ঢাকা ছেড়ে চট্টগ্রামে এলেও বাবরের দুঃসময়টা কাটল না। দ্রুত দুটো উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন। স্থিতধী ব্যাটিংয়ে ইঙ্গিত দিচ্ছিলেন দুঃসময় পেছনে ফেলার। ৪৫ বলে করেছিলেন মোটে ১০ রান।
কিন্তু এরপরই মেহেদি হাসান মিরাজের একটা কুইকারে সর্বনাশ হলো তার। অফস্টাম্পের একটু বাইরে বলটা ফেলেছিলেন মিরাজ, আগের দুটো বল যেখান থেকে বাঁক নিয়ে ঢুকেছিল ভেতরে। বাবর ভেবেছিলেন ৭২তম ওভারের চতুর্থ বলটাও বুঝি ঢুকবে সেভাবে। মিডলস্টাম্পের সামনে থেকে ডিফেন্ড করতে চেয়েছিলেন তাই। বলটা অবশ্য পাক ব্যাটারের ভাবনামতো এগোলো না। লাইন ধরে রেখে ঢুকে গেল সোজা। সঙ্গে মিরাজের যোগ করা বাড়তি গতিতেই পরাস্ত হলেন পাক অধিনায়ক, ফিরলেন ১০ রান নিয়ে। ফলে ১৬৯ রানে পাকিস্তান হারাল তাদের তৃতীয় উইকেট।
বিএসডি/এসএসএ