নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) সম্প্রতি তাদের সদস্যদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেছে। এতে জানানো হয়েছে যে, একটি প্রতারক চক্র চক্রাকারে টেস্ট ড্রাইভ বা ব্যবসায়িক প্রতিনিধি পরিচয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সম্প্রতি সংগঠনটির সভাপতি আব্দুল হক এবং সাধারণ সম্পাদক রিয়াজ রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনায় দেখা গেছে, প্রতারকরা নিজেদের ক্রেতা বা প্রতিনিধি পরিচয় দিয়ে টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চক্রটি মূলত রাজধানীর গুলশান, তেজগাঁও, বারিধারা এবং অন্যান্য স্থানে সক্রিয়।
সম্প্রতি এ ধরনের একটি প্রতারণার ঘটনা ঘটে বারভিডার সদস্য প্রতিষ্ঠান জেলার মটরস (সদস্য নম্বর ১১৫) এবং ইউনিভিল (সদস্য নম্বর ১৯১) এর সঙ্গে। প্রতিষ্ঠান দুটির গ্যারেজ থেকে টেস্ট ড্রাইভের নামে প্রতারকরা গাড়ি নিয়ে যায়, যা পরে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বারভিডা তাদের সকল সদস্যকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং দায়িত্বশীলভাবে গাড়ি প্রদানের আহ্বান করেছে।