নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাটিবাহী ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মোমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনায় নিহত ৫ জন হচ্ছেন- মোবারক হোসেন (৩৬), আল আমিন (৩৫), নাসির উদ্দিন (৩২), কালা (৩৫ ও আউয়াল মাঝি (৫০)। এদের সবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর ও তিতাস এলাকায়। এদের মধ্যে ৪ জনের মরদেহ এখনো ঘটনাস্থলে আছে। ১ জনের লাশ রাখা হয়েছে চাঁদপুর সদর হাসপাতালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ সকাল ৭টার দিকে মৈশাদী এএমএস ব্রিক ফিল্ডের একটি মাটিবাহীর ট্রলার ব্রিক ফিল্ডে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রলারটি ডাকাতিয়া নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১১ জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা ৩ জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজনের সহযোগিতায় ২ জনকে উদ্ধার হলেও ১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।
পুলিশ এ ঘটনায় বালুবাহী বাল্কহেড ইকবাল-১ জব্দ করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।