নিজস্ব প্রতিবেদক
ডাক সেবার চাহিদা হ্রাস পেয়েছে উল্লেখ করে বিসিএস (ডাক) ক্যাডার সার্ভিসকে বিলুপ্ত করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশন।
বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. ছালেহ আহাম্মদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহা. আখতারুজ্জামান।
অ্যাসোসিয়েশন জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন প্রস্তাবকে একেবারেই বাস্তবতা বিবর্জিত, অবিবেচনাপ্রসূত ও রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবসম্মত ও রাষ্ট্রীয় স্বার্থের অনুকূলে না হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
তারা বলেন, বর্তমানে ডিজিটালব্যবস্থাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে রাজধানী থেকে প্রান্তিক অঞ্চল পর্যন্ত ডাক বিভাগের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র আদান-প্রদান, পেনশন ও ভাতা বিতরণ, আন্তঃআঞ্চলিক যোগাযোগ নিশ্চিতকরণ, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, আর্থিক লেনদেন সহজীকরণ এবং পোস্টাল ব্যাংকিং, ই-কমার্স সার্ভিস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস (ইএমটিএস), অভ্যন্তরীণ ও বৈদেশিক পার্সেল সার্ভিস, এক্সপ্রেস মেইল সার্ভিস (ইএমএস), রেজিস্ট্রি/পার্সেল/ভিপি/জিইপি/অর্ডিনারি ডাকসহ নানা ধরনের আধুনিক সেবার মাধ্যমে ডাক বিভাগ সাধারণ জনগণের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অধিকন্তু, ডাক বিভাগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে; যেখানে সরকারি-বেসরকারি বাণিজ্যিক তফসিলি ব্যাংকগুলোর উপস্থিতি খুবই সীমিত বা নেই। বাংলাদেশ ডাক বিভাগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৩.৫ কোটি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছে।
প্রতিবছর হাজার হাজার কোটি টাকার জুডিশিয়াল, নন-জুডিশিয়াল, রাজস্বসহ অন্যান্য স্ট্যাম্পস মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ ও পরিবহনের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ সরকারের রাজস্ব আয় থেকে শুরু করে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করছে।
কোভিড-১৯ অতিমারীর সময় বাংলাদেশ ডাক বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জরুরি স্বাস্থ্য উপকরণ বাণিজ্যিক স্বার্থে নয় বরং জনস্বার্থে বিনামূল্যে দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে দিয়েছে। কেবল তা-ই নয়, কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ ডাক বিভাগ প্রান্তিক অঞ্চল থেকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য রাজধানীসহ সারা দেশে নিজস্ব পরিবহনে সরবরাহ করেছে।
বিবৃতিতে আরও বলা হয় এমন বহুমুখী সেবার সঙ্গে ডাক বিভাগের সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও কমিশন কর্তৃক ডাক বিভাগকে বিলুপ্ত করে কুরিয়ার-নির্ভর যোগাযোগ ব্যবস্থার যে মতামত প্রদান করা হয়েছে তা রাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বিপজ্জনকই শুধু নয় বরং সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের অতিরিক্ত ব্যয় বৃদ্ধি করবে যা রাষ্ট্রের সামগ্রিক আর্থিক কাঠামোর ওপরও চাপ সৃষ্টি করবে।
বেসরকারি লজিস্টিক প্রতিষ্ঠানগুলো সাধারণত লাভজনক রুট ও এলাকাগুলোতেই কার্যক্রম পরিচালনা করে, কিন্তু অনগ্রসর, প্রত্যন্ত বা কম জনসংখ্যার এলাকায় তারা সেবা দিতে অনাগ্রহী হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা পূরণ এবং সরকারি দাপ্তরিক যোগাযোগ বজায় রাখার জন্য রাষ্ট্রীয় ডাকসেবা ছাড়া বিকল্প অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই।