স্পোর্টস ডেস্ক
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। দেশের মাটিতে একদফায় দল থেকে বাদ পড়েছিলেন, এরপর জাতীয় দলে ফিরলেও সেখানে নিজের চেনা ছন্দ খুঁজে পাননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও ছিলেন মলিন। বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরের ম্যাচেই ফিরেছেন ডাক মেরে। আর তাতে বিপিএলের জন্য নতুন এক লজ্জাও পেয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারো আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক এখন লিটনের। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে টপঅর্ডারে ১০ম ডাক মেরেছেন তিনি। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন আজকের ম্যাচে তারই প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে। ১ থেকে ৩ ব্যাটিং পজিশনে ১০ ডাক মেরেছেন বিজয় নিজেও। এই ম্যাচে বিজয় যদি নিজের ইনিংসে শূন্য করে ফেরেন, তবে রেকর্ডে এককভাবে আবার চলে আসবেন তিনি।
বিস্তারিত আসছে…