ডিআইইউ প্রতিনিধি,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে “রোল অব ইনডাস্ট্রি ৪.০ ইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ” শীর্ষক ওয়েবইনারের আয়োজন করা হয়েছে৷বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব অব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর যৌথ উদ্যোগে উক্ত ওয়েবিনার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী – মোঃ মোস্তফা জব্বার ।
আগামী ২৬ জুন (শনিবার) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
অনলাইন নির্ভর এ অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্বাগত বক্তব্যে রাখবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য – অধ্যাপক. ড. মো. সাদেকুল আরেফিন,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য- অধ্যাপক. ড. স্বদেশ চন্দ্র সামন্ত, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য- অধ্যাপক ড. নাসিম আক্তার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য- অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা এবং ইন্টারনেট সোসাইটি অব বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি- অধ্যাপক. ড. হাফিজ মোঃ হাসান বাবু।
ওয়েবিনারে মূল বক্তা হিসেবে সংযুক্ত হবেন প্রোগ্রামিং হিরোর সিইও এন্ড প্রতিষ্ঠাতা এবং নীলসন ইউএসএ এর সিনিয়র ওয়েভ ডেভেলপার, – জনাব জংকর মাহবুব। প্রোগ্রাম আলোচক হিসেবে থাকবেন, টেকনিক্যাল লিডার আমাজন ওয়েব সিরিজ ( ইউএসএ) এর প্রতিষ্ঠাতা ক্লাউডক্যাম্প বাংলাদেশ -মোঃ মাহদী উজ জামান ।
ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন এবং কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান- অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান, ।
প্রোগ্রাম মডারেটর হিসেবে থাকবেন কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক – সম্রাট কুমার দে।
ডিআইইউ/কে,এফ/ডব্লিউ,টি,এম