ডিআইইউ প্রতিনিধি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিসিআরসি, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বিএনটিটিপি কর্তৃক “তামাক চাষ নিয়ন্ত্রণ ও খাদ্য উৎপাদনে করণীয়” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে ।
আজ ১২ জুলাই (সোমবার) বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ভেরিফাই পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে । সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে নিশ্চিত করা হয়। ওয়েবিনারে সভাপতিত্ব করবেন টিসিআরসি’র প্রেসিডেন্ট ও মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসাবে থাকবেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব জনাব হোসেন আলী খন্দকার, পিকেএসএফ এর সভাপতি অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, কৃষি উন্নয়ন সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ সিরাজ এবং ইউনিভার্সিটির সম্মানিত উপচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ।
আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিস এর হেড অব প্রোগ্রামস মো. শফিকুল ইসলাম, সিটিএফকের লিড পলিসি এ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার ও দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন।
বিএসডি/কুশল/মাজিদ