ডিআইইউ প্রতিনিধি:
দীর্ঘ ১৮ মাস কোভিড -১৯ এর কারণে র্শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ আসায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্ব-শরীরে ক্লাসের সকল প্রস্তুতি সম্পন্ন করে ৷ মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের আয়োজনে আগত শিক্ষার্থী ,শিক্ষক ও কর্মচারীবৃন্দের ফুলের শুভেচ্ছা ও স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরন করা হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ রহমান এবং সাধারণ সম্পাদক লিমন সরকার ৷ এছাড়া সহ সভাপতি রাফি , আরজু , যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান , সাংগঠনিক সম্পাদক তাবরিজ সহ ডিআইইউ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ । ডিআইইউ ছাত্রলীগের সাধারন সম্পাদক লিমন সরকার জানান, প্রগতিশীল ছাত্র রাজনীতির ধারক বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং ইতিবাচক কাজে দেশ ও জাতির পাশে আছে । দীর্ঘ দিন পর ক্যাম্পাস খোলায় আগত সকল শিক্ষার্থী , শিক্ষক ও কর্মচারীবৃন্দ কে আমরা ডিআইইউ ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করি এবং স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরন করি ।
করোনা সচেতনামূলক দিক নির্দেশনা ও শিক্ষার্থীরা যেন আবার উৎসব মুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম সম্পূন্ন করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করব ৷
বিএসডি /ইসমাম /আইপি