অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিএসঅ্যান্ডআইআই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হলো। এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।
এর আগে ২ সেপ্টেম্বর ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়।
২৫ আগস্ট ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়।
এছাড়া সম্প্রতি ডিএমপির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। থানাগুলো হচ্ছে- তেজগাঁও, পল্টন, হাজারীবাগ ও ভাটারা।
বিএসডি/এমএম