অর্থনীতি ডেস্ক,
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ইউনিটে দাম সবচেয়ে বেশি কমেছে।
বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ইউনিটের ক্লোজিং দর ছিল ২১.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১৫.৮৯ শতাংশ কমেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে— এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.০৭ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়ার ফান্ডের ১০.৩১ শতাংশ, ডিবিএইচন ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়ার ফান্ড ওয়ানের ৬.৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫.৩৫ শতাংশ এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৫.২৮ শতাংশ শেয়ারের দাম কমেছে।
বিএসডি/ আইপি