নিজস্ব প্রতিবেদক:
ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চার ছিনতাইকারী হলেন : সেলিম (৩০), কাশেম (২০), ইলিয়াছ (২৯) ও সাব্বির (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া। তিনি বলেন, গ্রেফতার হওয়া চারজন মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ঘুরে মোটরসাইকেল চুরি করেন। এছাড়া চুরি করতে না পারলে মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের টার্গেট করেন। এরপর ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে থামিয়ে মারধর করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কমপক্ষে আটবার মোটরসাইকেল চুরি ও ছিনতাই করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মো. আলী (২৪) তার এক সঙ্গীসহ মোটরসাইকেল নিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাম্বুরী পার্ক এলাকায় ঘুরতে যান৷ পথে বিএসটিআই অফিসের সামনে তিন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় ছিনতাইকারীরা গাড়ির বিরুদ্ধে মামলা আছে দাবি করে কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে ছিনতাই চক্রের এক সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. আলী তাকে আটক করতে চান। এ সময় পাশে থাকা চক্রের আরও এক সদস্য ঘটনাস্থলে এসে আলীকে মারধর করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯ ফোন করে ঘটনাটি পুলিশকে জানান।
ডবলমুরিং থানার ওসি তদন্ত মো. মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় টানা ১০ ঘণ্টা অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাই করা মোটরসাইকেলসহ মোট ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএসডি/এসএফ