নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে দুটি স্কুলে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
সোমবার (০৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয় ও এসভি বালিকা বিদ্যালয়ে ‘সুখী কিশোরগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠন এ ক্যাম্পেইনের আয়োজন করে।
এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু বিষয়ক পরামর্শক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কবিরুল বাশার। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটিভিত্তিক গণসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ‘টাইগার শোয়েব’ খ্যাত শোয়েব আলী, ডেঙ্গুরোধে কিশোরগঞ্জ উদ্যোগের সমন্বয়কারী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদুল হক লাভলু, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান জনি ও আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ।
বিএসডি/আইপি