নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত ২০ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১১ জন রোগী ভর্তি হয়েছেন।
রবিবার (১০ অক্টোবর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৬৭ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৯৫ জন ও ঢাকার বাইরে ১৭২ জন রোগী ভর্তি আছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১১ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৬৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৭ জন।
চলতি বছর ৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ১২৯ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন।
এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।
বিএসডি /আইপি