নিজস্ব প্রতিবেদক
ঢাকায় রাশিয়ার ৮০ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১১ মে) রাজধানীর একটি হোটেলে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন ও রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট সাত্তার মিয়া।
আলেকজান্ডার খোজিন বলেন, ঐতিহাসিক সত্য বিকৃত, নাৎসি অপরাধী এবং তাদের সহযোগীদের নির্দোষ প্রমাণ, যুদ্ধের বিজয়ী পরিণতিতে সোভিয়েত জনগণের ভূমিকা হ্রাস করার যেকোনো প্রচেষ্টা নিন্দনীয়। এটা অবশ্য বন্ধ করতে হবে।
রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান দেশপ্রেমিক যুদ্ধের ভয়াবহতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে রাশিয়া শান্তি পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে কখনোই অতীতের শিক্ষাগুলোকে বিসৃত হতে দেবে না।