নিজস্ব প্রতিবেদক
ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন করবে ঢাকা ওয়াসা। সে লক্ষ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এক অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিব মশিউর রহমান খান জানান, গঠিত কমিটি ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন কাজের প্রয়োজনীয়তা নিরূপণ করবেন। পাশাপাশি প্রতিস্থাপনযোগ্য গভীর নলকূপের তালিকা ও উৎপাদন সাইটে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার মডস সার্কেল ১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলীকে।
কমিটির বাকি সদস্যরা হলেন-পানি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মডস সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এফ এম বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী এবং এফ এম বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী।