বিনোদন ডেস্ক:
শীতকাল মানেই জমজমাট কনসার্ট। আর ব্যান্ড ছাড়া কি কনসার্ট জমে! ঠিক তাই, দেশজুড়ে ব্যান্ড মিউজিকের জনপ্রিয়তা বাড়িয়ে বলার প্রয়োজন নেই। স্টেজ কাঁপানো কিংবা তরুণদের উন্মাদনায় ভাসানোর ক্ষেত্রে ব্যান্ডের বিকল্প নেই।
ব্যান্ডপ্রিয় সেই তরুণদের জন্য বসতে যাচ্ছে রক ফেস্ট। আগামী ২৩ ডিসেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ৪ নম্বর হলে বসবে এই আসর। যেখানে একটি বা দুটি নয়, পারফর্ম করবে ১৫টি ব্যান্ড।
বলা হচ্ছে, বছরের সবচেয়ে বড় কনসার্ট হতে যাচ্ছে এটি। এখানে পারফর্ম করবে ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড-এর মতো ব্যান্ডগুলো। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মতো আয়োজিত অনুষ্ঠিত হতে রক ফেস্ট। তাই এর নাম দেওয়া হয়েছে ‘রক ফেস্ট ২.০’।
জানা গেছে, কনসার্টের দিন সকাল ১০টায় গেইট খুলে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে বেলা ১১টা থেকে সারাদিনব্যাপী। আয়োজনটি উপভোগ করতে চাইলে সংগ্রহ করতে হবে টিকিট। যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। পাওয়া যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত https://getsetrock.com/ এই ঠিকানায়। এছাড়াও রক ফেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন https://facebook.com/events/s/banglalink-4g-presents-dhaka-r/283190743635421 এই পেইজে। পুরো অনুষ্ঠানটি লাইভ-স্ট্রিম করবে বিনোদন অ্যাপ টফি।
কনসার্টের স্টিম পার্টনার হিসেবে রয়েছে বিনোদন অ্যাপ টফি, পেমেন্ট পার্টনার বিকাশ, হেলথ কেয়ার পার্টনার প্রাভা হেলথ, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ, টিকেটিং পার্টনার গেট সেট রক এবং ব্রডকাস্টিং পার্টনার হিসেবে আছে ঢাকা লাইভ।
ঢাকা রক ফেষ্ট ২.০–এর আয়োজন সম্পর্কে স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান জানান, ‘ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয়। দ্বিতীয়বারের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড দলদের নিয়ে এবারের রক ফেস্ট-কে সাজিয়েছি। তাছাড়া তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। করোনার কারণে গত বছর ঢাকা রক ফেস্ট আমরা আয়োজন করতে পারি নাই। তবে আমরা আশা করছি আগামী বছর গুলোতে নিয়মিত এই রক কনসার্ট আয়োজন করা হবে।’
বিএসডি/জেজে